কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বানভাসিদের মাঝে ত্রাণ সহয়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যরা। জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়াসহ কয়েকটি চরে বানভাসিদের সহায়তায় বিজিবি সদস্যরা কোমর সমান পানিতে ভিজে বাড়ি বাড়ি গিয়ে বিশুদ্ধ পানি, মুড়ি, চিনি, চিড়া ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেন।
বিজিবির কাছ থেকে এ দুর্যোগের মধ্যে খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যা দুর্গত ২৫০টি পরিবার।
৬ জুলাই শনিবার বিকেলে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের একাধিক চরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, অ্যাডজুটেন্ট এডি মো. ইউনুছ আলী, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর বিজিবি সদস্যসহ, স্থানীয় জনপ্রতিনিধিগণ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকায় কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানার পর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available