হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ বিভাগ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এই অভিযান পরিচালিত হয়। এসময় শিবু মার্কেট থেকে সস্তাপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দু’পাশে বিপুল পরিমাণ জায়গা ১৯৬৭ সালে সড়ক ও জনপথ বিভাগের নামে অধিগ্রহণ করা হয়। তবে জায়গাগুলো দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। সড়কটি ছয় লেনে উন্নীতকরণ ও সংস্কার কাজে জায়গাগুলো ব্যবহারের প্রয়োজন হওয়ায় অবৈধ দখল থেকে পুন:রুদ্ধার করতে উচ্ছেদ করা হয়েছে। জায়গাগুলো পুরোপুরি অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, ডিপিডিসি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available