• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৫:৪৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৫:৪৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

৮ জুলাই ২০২৪ সকাল ১০:৫১:৫৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরার ঢাকা–চট্টগ্রাম রেলপথে ছিন্ন বিচ্ছিন্ন পাঁচ জন ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তাঁরা।

৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা স্টেশনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতরা সবাই পুরুষ, কিন্তু তাদের কোনো পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। 

রায়পুরা রেল লাইনের পাশে বসবাস করে রফিক মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ এই স্টেশন এলাকায় আমি বসবাস করি। কিন্তু একসাথে এতগুলি মানুষ মারা যাবে কীভাবে। সেটা আমিও বুঝে উঠতে পারছি না। সকালবেলা মরদেহ আমরা দেখতে পেরেছি। আমার মনে হচ্ছে, তাদেরকে মেরে কেউ এ জায়গায় মরদেহ ফেলে দিয়ে যেতে পারে।

স্থানীয়রা আজিজুর রহমান বলেন, ট্রেনের আশেপাশে কয়েকটি মরদেহ পড়ে রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে দেখতে পাই। তাদের মরদেহগুলো খুবই বিস্ম। রাতে হয়তোবা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। কিন্তু একসাথে এত মানুষ কীভাবে মারা গেল সেটা আমার মাথায় আসছে না।  

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা বলেন, পাঁচজনের মরদেহ পাওয়া গেছে ঘটনাটি সত্যি। এই বিষয়ে আমরা তদন্ত করছি। এখনো কারো নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তদন্ত শেষে সব কিছু বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০