• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:৫৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:৫৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে ডাস্টবিন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

৮ জুলাই ২০২৪ দুপুর ০২:০২:১৯

মধুপুরে ডাস্টবিন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডাস্টবিন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার সকালে পৌর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।

নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মধুপুর পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্ন উন্নয়নের জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং বাসা বাড়ির ময়লা আর্বজনা নিদিষ্ট ডাস্টবিনে রাখার মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১২০ লিটার ধারণ ক্ষমতার গ্রীণ এবং কমলা রঙের ৪শ ও ২০ লিটারের ৪ হাজার ডাস্টবিন বক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, ইন্জিনিয়ারিং প্রদীপ কুমার, কাউন্সিল বেশর আলী ফকির, হারুন অর রশিদ, বিল্লাল হোসেন, মহিলা কাউন্সিল মালেক বেগমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান বলেন, মধুপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। শহর উন্নয়ন পরিকল্পনার কার্যক্রমের অংশ হিসেবে আজ ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। এতে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮