টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ সংবর্ধনা ও প্রথম সভার মধ্য দিয়ে ৬ষ্ঠ টেকনাফ উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নিয়েছেন।
৮ জুলাই সোমবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পৃথক দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ পৃথক পৃথক সভার সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, সাবেক জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ‘দশে মিলে করি কাজ ,হারি জিতি নাহি লাজ’, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুন্দর কাঠামো গড়ে তুলতে পারলে দেশ এভাবে থাকার কথা নয়। অতীতে ৪০% এর যে বদনাম ছিল, সেটা আর আমরা দেখতে চাই না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত নগরী টেকনাফ উপজেলা পরিষদকে মডেল ও দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ দেখতে চাই। যে কোন ভালো কাজে আমি আছি এবং থাকব।
এতে আরও উপস্থিত ছিলেন- হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সদরে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ উপজেলা পরিষদের সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
পরে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available