• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫০:৫৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫০:৫৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ১০

৯ জুলাই ২০২৪ সকাল ০৮:১১:১৭

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ১০

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

৮ জুলাই সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন, উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

প্রত্যক্ষদর্শী  সুমন জানান, আমরা ১২ জন দুপুরের দিকে ভটভটি যোগে গরু ক্রয়ের উদ্দেশ্যে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলাম। পথে  নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকায় আসলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় । এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. ফারহানা আফরোজ বলেন,  নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩