• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:১৬:৩৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:১৬:৩৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন

৯ জুলাই ২০২৪ রাত ০৮:২৩:৫৬

হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতদলের হামলায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ৫ লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়। এছাড়া বিচার চলাকালে আরও দুইজন মৃত্যুবরণ করেন। অপর একজন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আজিজুল হক এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বাহুবল উপজেলার গোড়ারুখ গ্রামের মতিন সর্দারের ছেলে সাইদুর রহমান ওরফে সায়েদ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাহুবল উপজেলার বশিনা গ্রামের মৃত আনছব উল্লার ছেলে মর্তুজ আলী ওরফে তারেক, একই উপজেলার খিলবাসাই গ্রামের কাজী চনু মিয়ার ছেলে কাজী এমরান ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্যামলী এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে খোকন মিয়া।

মৃত্যুবরণকারী আসামিরা হলেন, মাহবুব আলম রানা ও আব্দুল্লাহ। খালাসপ্রাপ্ত আসামি হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার দুগাছি গ্রামের আব্দুর রউফ।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে শায়েস্তাগঞ্জ সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাঘআশরা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। পথে কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ডাকাতদল হামলা করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা হাজী আলতাব আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি একাধিক কর্মকর্তা তদন্ত করে ২০০৮ সালের ১৫ অক্টোবর ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর মাঝে ৩ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে ১৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত উল্লেখিত রায় দেন।

রাাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ ও পারভীন আক্তার বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০