• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আসামিকে বাসে বসিয়ে রেখে চা পান করতে গিয়েছিলেন পুলিশের দুই সদস্য

১০ জুলাই ২০২৪ সকাল ০৭:৪১:১০

আসামিকে বাসে বসিয়ে রেখে চা পান করতে গিয়েছিলেন পুলিশের দুই সদস্য

নওগাঁ প্রতিনিধি: আলম হোসেন (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি নওগাঁর পোরশা থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

৯ জুলাই মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় আসামি আলম। সে পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়ার সোহরাব হোসেনের ছেলে। বিষয়টি জানার জন্য রাত সাড়ে ১১টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি একাধিক গণমাধ্যমকর্মীরা ফোন দিলেও রিসিভ করেননি থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।

আর ব্যস্ত আছেন জানিয়ে পোরশা ও সাপাহার সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার সবুজ রানা পরে কথা বলতে চেয়েছেন।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি আলমকে ৮ জুলাই সোমবার তার বাড়ি থেকে আটক করে পোরশা থানা পুলিশ। এরপর মঙ্গলবার দুপুরে তাকে নওগাঁর আদালতে হাজির করার জন্য বাসে করে দুই পুলিশ সদস্যসহ রওনা হন। বাসটি দুপুর দেড় টায় জেলার মহাদেবপুর সদরে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামি আলমকে বাসের সিটে বসিয়ে রেখে চা খেতে নামেন। এ সময় সুযোগ বুঝে আলম বাস থেকে নেমে পালিয়ে যায়। তাবে কোন দুই পুলিশ সদস্য তাকে আদালতে নিয়ে যাচ্ছিলেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চলছে। নওগাঁ জেলার ১১টি থানায় ওই আসামি পলায়নের ঘটনার বার্তাটি পাঠানো হয়।  ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলায় অভিযান পরিচালনা করছে। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত আসামির কোনো হদিস পায়নি পুলিশ।

এ ব্যাপারে পোরশা থানার ওসি আতিয়ার রহমানের কাছে জানতে চেয়ে বার বার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫