খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌর বাজারের আমন্ত্রণ মিষ্টান্ন ভান্ডারে (নব সাহার হোটেল) অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ জুলাই মঙ্গলবার বিকেলে মোবাইল কোটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন বলেন, নিয়মিত হোটেল ও বাজার-মনিটারিংয়ের অংশ হিসাবে মঙ্গলবার বিকেলে আমন্ত্রণ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চলাকালে মিষ্টির মধ্যে তেলাপোকা ও অন্যান্য কীটপতঙ্গ পড়ে থাকতে দেখা যায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশ দেখে মোবাইল কোর্টে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available