• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাঁথিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগ

১০ জুলাই ২০২৪ সকাল ১০:২৪:৩০

সাঁথিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগ

বেড়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়ায় জোরপূর্বক গৃহবধূকে (হাফিজা খাতুন ৪৮) ধর্ষণ চেষ্টা ও বাধা প্রদান করায় ভুক্তভোগী নারীকে মেরে দাত ভেঙে ফেলা ও তার স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে নারীর স্বামীর বন্ধু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ছাতক বরাট গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।

আদালত সূত্রে জানা যায়, ৬ জুলাই শনিবার রাত ১১টা ৩০ মিনিটে বাদিনীর নিজবাড়ীর টিউবওয়েল পাড়ে তাকে একা পেয়ে জোরপূর্বক গণধর্ষণের চেষ্টা করে রিপন শেখ ও তার সহযোগী মনিরুল এবং আওয়াল।

এ সময় তিনি চিৎকার করলে ঘুষি দিয়ে তার দাত ভেঙে ফেলার পাশাপাশি তার স্বামীকে (বাদিনীর চিৎকার শুনে এগিয়ে আসা) মারধর করে অভিযুক্তরা। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার প্রেক্ষিতে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তরা তাদের বাড়িঘর ভাংচুর, প্রাণনাশ ও এলাকা ছাড়া করার হুমকি প্রদান করে।

ভুক্তভোগী হাফিজা খাতুন বলেন, আমার স্বামী মানিক হোসেনের বন্ধু হওয়ার সুবাদে নিয়মিত আমাদের বাড়িতে যাতায়াত করতো অভিযুক্ত রিপন শেখ। যাতায়াতের একপর্যায়ে রিপন আমাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হয়ে আমার স্বামীকে জানালে আমার স্বামী তাকে গালিগালাজ করে। এতে ক্ষুব্ধ হয়ে রিপন ও তার সহযোগী মনিরুল ও আওয়াল আমাকে যৌথভাবে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে হত্যা ও এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।

তবে এ বিষয়ে মতামত নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০