• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:২৪:৫৬ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:২৪:৫৬ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকের বাড়ি নির্মাণ

১০ জুলাই ২০২৪ সকাল ১১:৫০:১৯

বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকের বাড়ি নির্মাণ

বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজ বাড়ির নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সালের বিরুদ্ধে।

তবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার বিষয়টি অস্বীকার করে সাজ্জাদ উল্লাহ বলেন, ‘আমি পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে বিদ্যুতের সংযোগ নেয়ার প্রশ্নই আসে না।’

অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করার ভিডিও ফুটেজ ও তার বাড়ি নির্মাণ শ্রমিকের মৌখিক বক্তব্য রেকর্ড রয়েছে জানালে তিনি পরে কথা বলবেন বলে মোবাইল ফোনটি কেটে দেন।

অপরদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে সহায়তা প্রদানকারী আবাসিক ডরমেটরি (বি-২) তৃতীয় তলার বসবাসকারী ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক নাঈমা লাইজুর কক্ষ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে নাঈমা লাইজু বলেন, ‘কে বা কারা রুম থেকে বিদ্যুতের  লাইন নিয়েছেন সেটি জানা নেই। ডরমেটরি থেকে ডিস লাইনের সংযোগ নেয়া হয়েছে বিদ্যুতের নয়।’

ডরমেটরি ভবন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মুনিরুল ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ বাইরে নেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০