স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পালডাঙ্গি (ধলার মোর) এলাকায় প্রভাবশালী এক ব্যক্তি মাটি ও বালু উত্তোলনের ফলে প্রায় ১০টি বসতবাড়ি পুকুরের গর্তে ধসে পড়েছে।
সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকার প্রায় ১০টি বাড়ি ধসে পুকুরে নিমজ্জিত হয়েছে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাধসহ ৫-৭টি ইটের ভাটা ও ৩০-৩৫ টি বসতবাড়ি।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী পারভীন, মমতাজ, দেলোয়ার, ইরানি ও বদিউদ্দিন জানান, তাদের বসত বাড়ির বাথরুম, রান্নাঘর, টিউবওয়েল ও কয়েকটি থাকার ঘর ধ্বসে গর্তে পড়ে বিলীন হয়ে গেছে। যে কোনো সময় বাড়ির বাকি অংশটুকু পুকুরের গর্তে চলে যেতে পারে। আমরা মাটি কাটায় বাধা দিলে আজম গংরা ভয় ভীতি দেখায়।
তারা আরও বলেন, থানাকে অবগত করেছিলাম কিন্তু কোন প্রতিকার পাইনি । বালু ও মাটি উত্তোলনকারী ব্যক্তিরা এতোই শক্তিশালী যে কেউ ওদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, যেভাবে বেপরোয়া ভাবে অবৈধ বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে তাতে অতিদ্রুত শহর রক্ষা বাধ বিলীন হয়ে যাবে।
ডিগ্রিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার কাউসার জানান, আমি আজমকে মাটি কাটতে নিষেধ করেছি , আজম বলেছে ভেঙে যাওয়া বাড়িগুলো আমি মাটি ফেলে আবার ভরাট করে দিবো।
ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু জানান, আমি চেষ্টা করেছি অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধ করার কিন্তু এরা এতোটাই ধূর্ত ও প্রভাবশালী যে বিভিন্ন সময়ে রাতের আধারে এরা এ মাটি ও বালু উত্তোলন করে । এরা অবৈধভাবে টাকা খরচ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে । এ ধরনের অবৈধ উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার জানান, আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available