• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি মতিয়ার রহমান

১০ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:৫৩

লালমনিরহাটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি মতিয়ার রহমান

লালমনিরহাট প্রতিনিধি: উজান থেকে নেমে আসা ও পাহাড়ি ঢলে লালমনিরহাটের ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলে সৃষ্টি হয় বন্যা। বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে মানুষের বসত ভিটাসহ ফসলি জমি। তবে পানি কমলেও ভেঙে যাচ্ছে নদীর পাড়, বাঁধ, ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের শেষ সম্বল বসতভিটা। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পারের চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ।

লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর মোগলহাট, কুলাঘাট ইউনিয়নের ও তিস্তা নদীর খুনিয়াগাছ, রাজপুর ইউনিয়নসহ তিস্তা নদীবেষ্টিত আশপাশের একাধিক এলাকা সমূহে পানিবন্দি রয়েছে হাজার হাজার মানুষ। এমন দুঃসময়ে পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট সদর-৩ আসনের সংসদ সদস্য মো. অ্যাডভোকেট মতিয়ার রহমান।

গত কয়েকদিন ধরে বন্যা দুর্গত এলাকায় কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় বৃষ্টিতে ভিজে সরেজমিনে গিয়ে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশাগুলো খুব কাছ থেকে দেখে যেখানে যেমন সমস্যা তাৎক্ষণিক সেখানকার সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন। বন্যা কবলিত এলাকায় শুকনা খাবার বিতরণ করছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর-৩ আসনের সংসদ সদস্য মো. অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তিস্তা নদী ভাঙ্গন রোধ করে তিস্তা নদী এলাকার মানুষদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং জনগণের কাছে দোয়া চাচ্ছি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এ বানভাসি লোকগুলোকে রক্ষা করতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এবং সদর উপজেলা পরিষদের সদস্য রেজাউল করিম রাজুসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০