প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার সিলভার মুন ফ্লাটের বাসিন্দা রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনি দম্পতির রোষানলের শিকার হয়ে আতঙ্কে জীবনযাপন করছেন শতাধিক পরিবার।
এমন অভিযোগ এনে আজ ১৩ জুলাই শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত রেয়াজুল হক কাজল কুমিল্লার বি-পাড়া উপজেলার বড় ধুশিয়া গ্রামের মৃত. আমির হোসেনের ছেলে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘন ঘন মামলা দিয়ে মানুষকে হয়রানি করাই এই দম্পতির কাজ। তাদের মামলা-অভিযোগ-নোটিশ থেকে রক্ষা পায়নি ভবন মালিক, শিক্ষক, ব্যাংকার, বিউটিশিয়ান, ব্যবসায়ী, পুলিশ, এমনকি বাড়ির দাড়োয়ানও। অনেকে নির্যাতনের শিকার হয়েও ভয়ে মুখ খুলছেন না। কারণ, তাদের কাছে কিছু জানতে চাইলে তারা সাথে সাথে আদালতে গিয়ে মামলা ঠুকে দেন। কেউ কেউ প্রতিবাদ করে এই দম্পতির বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা দায়ের করলে এই দম্পতি আরও বেপরোয়া হয়ে ওঠে।
থাই-এলুমিনিয়াম ব্যবসায়ী বি-পাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন জানান, ‘রেয়াজুল হক কাজল ২০১৯ সালে আমার কাছে ৫ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে ১০ লাখ টাকা নেয়। বাকি টাকার জন্য আমার কাছ থেকে ৩টা ব্যাংক চেক নেয়। পরে ২০২১ সালে সাব কাবলা দলিল বুঝিয়ে দেয় আমাকে। তখন আমি চেকগুলো ফেরত চাই। পরে দেবে বলে কাজল তখন চলে যান। পরে আর ফেরত দেননি। এর ৬ মাস পরেই আমার বিরুদ্ধে ৩টি চেক ডিজওনারসহ ৬টি মামলা দায়ের করে। পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি। তিনি আমার কাছে দলিল ফেরত চান বার বার। এছাড়া ওই বসতভূমিতে দুই তলা দোকান সংস্কার ও মেরামতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে ২০১৯ সালে আমার কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার টাকা নিয়েছেন। কিন্তু জায়গা বিক্রি করেননি। পরে ২০২১ সালে শাহজালাল মামুন মারা যান। ফলে ওই টাকাও আমি ফেরত পাইনি। এখন আমি মামলা খেয়ে পথে পথে ঘুরছি। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ। তার প্রতারণায় আমি সর্বশান্ত।
সিলভার মুন ফ্লাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কাছে ১৮টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available