বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
১৩ জুলাই শনিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে রোগী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সার্বিক খোঁজ-খবর নেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কমিউনিটি ক্লিনিকের উপর জোর দেওয়ার চেষ্টা করছি। কারণ আমি যদি কমিউনিটি ক্লিনিকে স্বাবলম্বী করতে পারি, তাহলে আস্তে আস্তে উপজেলা ও জেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবার নিশ্চিত করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সদস্য জাকারিয়া জাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এ.বি.এম আবু হানিফ, দিনাজপুর সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available