• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:২৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:২৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রতিবন্ধীর সঙ্গে হাট ইজারাদারের প্রতারণার অভিযোগ

১৪ জুলাই ২০২৪ সকাল ০৮:৪৭:২৮

প্রতিবন্ধীর সঙ্গে হাট ইজারাদারের প্রতারণার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বকশীগঞ্জ হাটের পজিশন দেওয়ার নামে বখতিয়ার রহমান (২৫) নামের এক প্রতিবন্ধী যুবকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে হাটের ইজারাদারের বিরুদ্ধে।

সম্প্রতি এ ঘটনায় হাটের ইজারাদার মুন্না প্রমাণিকের বিরুদ্ধে ইউএনও’র বরাবরে অভিযোগপত্র দাখিল করেছেন ভুক্তভোগী বখতিয়ার রহমান।

অভিযোগের বিবরণে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও শারীরিক প্রতিবন্ধী বখতিয়ার রহমান। তিনি বকশীগঞ্জ হাটে পজিশন নিয়ে অস্থায়ীভাবে জুতার ব্যবসা করার পরিকল্পনা করেন। এই লক্ষ্যে হাটের ইজারাদার মুন্না প্রামাণিকের শরণাপন্ন হন। এই সুযোগে ইজারাদার পজিশন দেওয়ার নামে বখতিয়ারের নিকট থেকে ১৯ হাজার টাকা গ্রহণ করেন। এরপর ওই পজিশনটি বুঝে নিতে চাইলে বখতিয়ার কাছে আরও ২০ হাজার টাকা দাবি করেন মুন্না প্রামাণিক। দাবিকৃত এই টাকা দিতে না পারায় বখতিয়ারকে পজিশনটি দিতে দীর্ঘদিন ধরে টালবাহনা করে আসছেন। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন বখতিয়ার রহমান।  

এ ঘটনায় ভুক্তভোগী বখতিয়ার রহমান বলেন, আমি একজন অসহায়, গরিব ও প্রতিবন্ধী। আমার একটি হাত নেই। এ অবস্থায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে বকশীগঞ্জ হাটের পজিশনের জন্য ইজারাদার মুন্না প্রামাণিক আমার কাছে ১৯ হাজার টাকা নিয়েছেন। এখন ওই পজিশন না দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। আমি এর প্রতিকার দাবি করছি।

এ বিষয়ে বকশীগঞ্জ হাট ইজারাদার মুন্না প্রমাণিক বলেন, স্থানীয় ব্যবসায়ী বাবুল মন্ডলের মাধ্যমে ১৯ হাজার টাকা নিয়েছি। ব্যাপারটি সমাধানের চেষ্টা করা হবে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব জানান, বিষয়টি তদন্তের জন্য ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০