ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্রিজের দাবিতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ি ঘেরাও করে মানববন্ধন করেছে গ্রামবাসী।
১২ জুলাই শুক্রবার সদর উপজেলার হরিহরপুরসহ ৫টি গ্রামের বাসিন্দারা এমপির পৌরশহরের কলেজপাড়া বাস ভবন ঘেরাও করে করেন। পরে কলেজপাড়া মূল সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এতে হরিহরপুরসহ ৫টি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়।
জানা যায়, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজিপাড়া, কামাড়পুকুর, নীমবাড়ি, কাপিবাড়ি, আক্চা ও মুন্সিরহাট গ্রামের ১৫-২০ হাজার মানুষ শুক নদীর উপর দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। পৌরশহর থেকে ওই গ্রামগুলোর দূরত্ব ১ থেকে দেড় কিলোমিটার। ব্রিজ না থাকার কারণে প্রায় ৭-৮ কিলোমিটার ঘুরে আসতে হয়।
হরিহরপুর গ্রামের মুক্তা বলেন, ‘নদী পার হতে গিয়ে সাঁকো ভেঙ্গে আমার ভাই মারা গেছে। আমরা দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি করে আসলেও কেউ কথা শুনছে না। তাই গ্রামের সকলে মিলে ব্রিজের দাবিতে এমপির বাড়ি ঘেরাও করেছি।’
হরিহরপুর গ্রামের সোহান বলেন, ‘গ্রামগুলো থেকে সহজে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারজাত করতে পারে না। মানুষ অসুস্থ হয়ে পড়লে অনেক কষ্ট করে ৭-৮ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়।’
স্থানীয় ইউপি সদস্য সাদেকুল ইসলাম বলেন, ‘আমরা এর আগে অনেকবার চেষ্টা করেছি। ওই রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না। এলাকার মানুষের দুর্ভোগ কমানোর জন্য আমাদের এই প্রতিবাদ ও বিক্ষোভ। এমপি রমেশ চন্দ্র সেনের সাথে দেখা করেছি, তিনি ব্রিজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available