হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহম্মেদ (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকাধীন দক্ষিণ বাসুদেবপুর রাজধানী মোড় হতে পশ্চিমে নুর হোসেনের হোটেলের সামনে থেকে আসামি শাকিলকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ২৩ মার্চ পৌর শহরের ধরন্দা মহল্লার আনারুন ইসলাম রানার ছেলে।
২২মার্চ রাতে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন,গোপন সংবাদে জানতে পারি যে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক জন চোরাকারবারি জয়পুরহাটের পাঁচবিবির দিকে ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই হামিদুল ইসলাম, এএসআই নূরে আলম, এএসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি চৌকস দল পৌরসভাধীন দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাজধানী মোড়ের পশ্চিমে হিলি বাজার রোডে নুর হোসেনের খাবার হোটেলের সামনে মাদক চোরাকারবারির গতিবিধি সন্দেহ ভাজন পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available