নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আব্দুস সামাদ নামের একজন চার্জার ভ্যান চালককে অতিরিক্ত ভাড়া প্রদানের প্রলোভন দেখিয়ে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে ভ্যানটি ছিনতাই করে একটি চক্র।
চেতনানাশকের পরিমাণ বেশি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই চালক। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা শাখার ৫টি টিম নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করেন।
অবশেষে ১৪ জুলাই রোববার রাতে ছিনতাইয়ের মাস্টারমাইন্ড নীলফামারী সদরের বিষমুড়ি এলাকার আকিবার রহমানের ছেলে বাবু মিয়াসহ তার সহযোগীদের আটত করা হয়।
আটকরা হলো- সদরের কুখাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে মফিজুল ইসলাম, দিনাজপুরের খানসামার মৃত খয়রুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও উত্তর চিরিবন্দরের ব্যবসায়ী ফারুক হোসেন।
১৫ জুলাই সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ও আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী পুলিশ সুপার মোকবুল হোসেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available