তানভীর আহাম্মেদ, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সব চেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে।
২৪ মার্চ শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন সরকারি বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ ও সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের পড়ালেখায় মনোনিবেশে শিক্ষার পরিবেশ সবার আগে প্রয়োজন। তাই তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে মানসম্মত পরিবেশ তৈরি করে প্রাথমিক স্তর থেকেই শিশুদের মেধাবী করে গড়ে তুলতে চেষ্ঠা করে যাচ্ছেন। আগামী দিনে জাতি গঠনে এই শিশুরাই দেশের মূল চালিকা শক্তি হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উন্নতি সাধনে শিক্ষকদেরও সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। শিশুদের মানসম্মত পাঠদানে সহায়ক ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available