তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
১৬ জুলাই মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বরাইতলা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে তালতলী পাড়ার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২টি বস্তায় ৫০০ মি.লি গ্রাম ৬৪টি পানীয় বোতলে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, দেশীয় চোলাই মদসহ আটক জাহাঙ্গীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available