• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

১৬ জুলাই ২০২৪ বিকাল ০৪:১৯:২৩

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি: কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। ১৬ জুলাই মঙ্গলবার দুপুর একটার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এমএমআলী কলেজের ছাত্রছাত্রীদের নেতৃত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কের আশেকপুর বাইপাসে অবস্থান নেয়।

এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে যাত্রীরা। অবরোধস্থলে এ সময় বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত ছিল। পুলিশ বার বার শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচিতে অনড় থাকে। দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে সকাল সাড়ে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের নিরালা মোড়ে শহীদ মিনার চত্বরে আসার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে তিনজন ছাত্র আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। সেখানে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সমাবেশ করে।

সেখান থেকে শিক্ষার্থীরা মহাসড়কের দিকে এগোতে থাকলে প্রেস ক্লাবের সামনে ও পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কের আশেকপুর বাইপাসে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সকলের ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০