নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করা মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিউলের নেতৃত্বে আবারও হামলার অভিযোগ উঠেছে।
১৬ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাটারমোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কির একপর্যায়ে মিছিল ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সকালে নওগাঁ মেডিকেল কলেজে আন্দোলন করার সময়ও ছাত্রলীগ হামলা করে ৩-৪ জন শিক্ষার্থীকে আহত করে। আবার বিকেলেও একই ঘটনা ঘটিয়েছে আমাদের শান্তিপূর্ণ মিছিলে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিক্ষার্থী প্রীতি আক্তার বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিএমসি মহিলা কলেজ এলাকা থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে বাটার মোড়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিউলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। এ সময় একজন আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
মিজানুর রহমান নামের আরেক শিক্ষার্থী বলেন, কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশের ন্যায় নওগাঁতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। কিন্তু আমাদেরকে বাঁধা দেয়া হয় এবং হামলা করে ব্যানার কেড়ে নেয়া হয়।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানান, বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও রাজাকারদের পক্ষে সাফাই করার কারণে আমরা শহরের মুক্তির মোড় শহিদ মিনারের প্রাদদেশে শান্তিপূর্ণ সমাবেশ করছি। আবার তারাও মিছিল বের করেছেন। আমরা তাদের থামিয়ে চলে যেতে বলেছি। তাদের মাঝে বহিরাগতরা প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার আশঙ্কা ছিল। আন্দোলনের নামে কোনো অরাজকতা করতে দেয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available