মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা নিয়ে অপপ্রচার ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
১৭ জুলাই বুধবার দুপুরে মাটিরাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান জহিরুল ইসলাম খন্দকারসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ও ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। আমরা তার প্রতিবাদ জানাই।
এ সময় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল পৌর যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available