• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ

১৭ জুলাই ২০২৪ বিকাল ০৪:৪৪:২৩

আমতলীতে ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ৪ ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। চলমান কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমতলী ছাত্রলীগের কমিটিতে বিভিন্ন পদে থাকা নেতারা পদত্যাগ করেছেন।

১৫ জুলাই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে আমতলী উপজেলা ও পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির ৪ জন নেতা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সহ-সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ ও দপ্তর সম্পাদক বেলাল হোসেন বাপ্পি। আমতলী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জিয়া ও একই কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিল এইচ রাব্বি।

আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সহ-সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ ফেসবুক পোস্টে লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রহিম আমি মো. সাইদুর রহমান (সাইদ) আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সহ-সম্পাদক পদে আছি। আমি আজ থেকে বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সহ সম্পাদক পদ থেকে সইচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করিলাম।’

তৌহিদুল ইসলাম জিয়া ফেসবুকে লেখেন, ‘আমি তৌহিদুল ইসলাম জিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ যে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ।’

পৌর ছাত্রলীগের কমিটির অপর এক নেতা তানজিল এইচ রাব্বি ফেসবুকে লেখেন, ‘আমি তানজিল এইচ রাব্বি আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ, আগে যাও একটু মোটামুটি ছাত্রলীগ করতাম এখন ধিক্কার জানাই।’

ফেসবুকে তাদের এই পোস্ট দেয়ার পর পরই কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারীরা পোস্টে লাইক দিয়ে কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদ্য পদত্যাগ করা আমতলী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা।

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিন খান জানান, কে বা কারা পদত্যাগ করেছে সে বিষয়ে অবগত নই। আমতলী উপজেলা ছাত্রলীগের কোনো কর্মী যদি সংগঠন পরিপন্থি কাজের সাথে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০