ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা থেকে কর্মচারী কর্তৃক লুট হওয়া ১৪ লক্ষ টাকা মূল্যের ৩৭৪ বস্তা সয়ামিল টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা এলাকা থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় এর সাথে জড়িত লিটন (৪২) ও জাকির (১৭) নামে ২ জনকে আটক ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
১৭ জুলাই বুধবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১১ জুলাই দিবাগত রাতে আটক করা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মদিনা ট্রেডিং কর্পোরেশন ফিড মিলের কাঁচামাল বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ে কোম্পানির গাড়িচালক লিটন (৪৫) ও অপ্রাপ্তবয়স্ক সহকারী জাকির (১৭) ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ডেনিশ ফিড মিলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তারা গন্তব্যে না পৌঁছে টাঙাইলের ধনবাড়ি এলাকায় একটি গোডাউনে মালামাল লুকিয়ে রাখে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এস আই নিরুপম নাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাকির (১৭) নামে অপ্রাপ্তবয়স্ক ওই সহকারীকে হেফাজতে নেয়া হয়। পরে তার দেয়া তথ্যমতে টাঙাইল জেলার মধুপুর উপজেলা থেকে লিটন নামে ওই চালককে আটক করে পুলিশ। পরে তাদের ২ জনের দেয়া তথ্য অনুযায়ী টাঙাইল জেলার ধনবাড়ি এলাকা থেকে লুট হওয়া ৩৭৪ বস্তা সয়ামিল উদ্ধার ও এই কাজে জড়িত একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।
আটক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available