• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৭:৪৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৭:৪৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রণক্ষেত্র যাত্রাবাড়ী-শনিরআখড়া, গুলিতে নিহত ১

১৮ জুলাই ২০২৪ সকাল ০৭:২০:০৬

রণক্ষেত্র যাত্রাবাড়ী-শনিরআখড়া, গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরআখড়া এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। শনিরআখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

অন্যদিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম নামের এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। ১৭ জুলাই বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের খালাতো ভাই রাসেল তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, নিহত সিয়াম যাত্রাবাড়ীর মাতুয়াইলে বসবাস করতেন। তিনি গুলিস্তানের এক ব্যাটারির দোকানে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।

১৭ জুলাই বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বিক্ষোভকারীদের কোটা বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আগুন নেভানোর কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০