• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ফেসবুকে শেয়ার করায় ৩ যুবক আটক

১৮ জুলাই ২০২৪ সকাল ০৯:৩৮:৩০

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ফেসবুকে শেয়ার করায় ৩ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমারে কোটা আন্দোলনের কর্মসূচি ফেসবুকে প্রচার করায় তিন যুবককে গ্রেফতারের অভিযোগ করেছে পরিবার। ১৭ জুলাই বুধবার ভোররাতে ডোমার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে, কোটা আন্দোলনের সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।

আটক যুবকরা হলো, ডোমার পৌরসভার আরডিআরএস মোড় এলাকার মৃত আবু ওবায়দুর রহমানের ছেলে মো. ইয়াসিন আলী (২৪)। চিকনমাটি কাচারীপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে মো. শরীফ হোসেন (২৬) এবং ছোটরাউতা ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মিলন ইসলাম (২৫)।

এর আগে ১৬ জুলাই মঙ্গলবার মিলন ও শরীফ কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পোস্ট দেন। ইয়াসিনও কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তাদের গ্রেফতারের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাত আনুমানিক তিনটার সময় ৭/৮ জনের পুলিশের একটি দল বাড়িতে প্রবেশ করে তাদের খুঁজতে থাকে। এ সময় আমরা তাদের ডেকে দিলে পুলিশ মোবাইলসহ তাদের তুলে নিয়ে যায়। তবে কী কারণে তাদের নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা কোনো জবাব দেননি।

অন্যদিকে গ্রেফতার হওয়া মিলন, শরীফ ও ইয়াসিনের নামে পূর্বে কোনো মামলা ছিল না বলেও পরিবরের সদস্যরা নিশ্চিত করেছেন। তাদের দাবি, বুধবার সকালে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির পোস্ট ফেসবুকে দেওয়ার কারণেই তাদের আটক করা হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মহসীন আলী তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত  ৮ মে ডোমার উপজেলা পরিষদের নির্বচনের দিন ফলাফল ঘোষণার সময় কন্ট্রোলরুম ভাংচুরের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কোটা আন্দোলনের সাথে তাদের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫