রাঙামাটি প্রতিনিধি: সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
এ সময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫টি সেলাই মেশিন, চিকিৎসার জন্য ৯৬ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ ।
রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করবে। দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available