• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

২৫ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৪:৪২

নাঙ্গলকোটে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে পৌর সদর নাঙ্গলকোট আল্ট্রা-মর্ডাণ হসপিটালে বাচ্চা প্রসবের ভুল চিকিৎসায় কারিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মৌকরা গ্রামের মাও. কামাল উদ্দিন জাপরির বড় মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, কারিমা আক্তারের প্রবস ব্যথা হলে শুক্রবার সকাল ১০টায় আল্ট্রা-মর্ডাণ হসপিটালে ভর্তি করানো হলে বেলা ১১টায় কর্মরত গাইনি সার্জন ডা. আইরিন ইয়াসমিন হাতে সিজার করানো হয়।

এতে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্তশূন্যতা দেখা দিলে দফায় দফায় ইনজেকশন পুশ করা ও অতিরিক্ত মেডিসিন দেওয়া হয়। এতে প্রসূতির অবস্থা আরো খারাপ হতে থাকে এবং রোগী মৃত্যুর যন্ত্রণায কাতরাতে থাকে। অবশেষ শুক্রবার রাত সাড়ে ১০টায় হসপিটালে কারিমার মৃত্যু হয়। মৃত্যুর পর হসপিটালের সকল ডা. ও কর্মকতা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কারিনার পরিবারের দাবি, নাঙ্গলকোট আল্ট্রা-মার্ডাণ হসপিটালের ডা. আইরিন ইয়াসমিনের ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যু হয়েছে প্রসূতি কারিনার। এ বিষয়ে জানতে ডা. আইরিন ইয়াসমিন মুঠোফোন একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহতের স্বামী অভিযোগ করে বলেন, আল্ট্রা-মর্ডাণ হসপিটালের ডাক্তারের অবহেলায় আর ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা যান। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি ডাক্তারের সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদু রহমান মজুমদার বলেন, বেলা ১১টায় সিজার করা হয়েছে। রাত সাড়ে ১০টায় স্টক করে মৃত্যুবরণ করেন রোগী। এছাড়াও ২ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রসূতির পরিবারের সাথে সমঝোতা করা হয়েছে।

প্রসূতির মৃত্যুর বিষয়ে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. দেব দাস বলেন, এবিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি জেনেছি আমার কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫