খুলনা প্রতিনিধি: খুলনায় ইজিবাইক ও রিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কেএমপি’র খুলনা থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪টি চোরাই ইজিবাইক ও ৫টি রিকশা জব্দ করা হয়।
২৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে কেএমপি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই দুপুরে খুলনা সদর থানাধীন ইকবাল নগর সরকারি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বকুলতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে আড়ংঘাটার নিতীশ চন্দ্র মন্ডলের ছেলে সবুজ মন্ডলের (২৪) ১টি সবুজ রঙের ইজিবাইক চুরি হয়ে যায়। পরবর্তীতে সবুজ মন্ডল ঘটনাস্থলের আশে-পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইজিবাইক চোরদেরকে শনাক্ত করতে সক্ষম হন এবং চোরদেরকে খুলনা শহরের বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই সবুজ মন্ডল খুলনা সদর থানাধীন ৩নং কাশেম সড়কে অবস্থানকালে তার হারানো ইজিবাইকসহ চোরদের দেখে খুলনা সদর থানা পুলিশকে সংবাদ দিলে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত বর্ণিত স্থানে হাজির হয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বাগেরহাটের মোংলা উপজেলার আন্দারিয়ার মো. জাহাঙ্গীর আলমের ছেলে পরশ (২০) এবং গোপালগঞ্জ সদরের কাঠিগ্রামের মো. মফিজুর রহমানের ছেলে সাবিদ রহমান তুষারকে (২০) গ্রেফতার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available