• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মার্চ ২০২৩ দুপুর ০১:১৮:৪০

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মো. সারুয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রোবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পরে উপজেলা মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, কাব দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ এবং মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, ভাইস চেয়ারম্যান  মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস-চেয়ারম্যান  সাবিত্রি রানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সাবেক চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, উপজেলার মুক্তিযুদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫