রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান। পরে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তলন, শান্তির প্রতীক পায়রা উড়ানোসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রসাশন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, মহিলা ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available