নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের নায়েবে আমিরসহ ৬ ছাত্র শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, জামায়াতে ইসলামী নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানা ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আমান (২৩), সেক্রেটারি শাহরিয়ার মুরসালিন অনিক (২১), অর্থ বিষয়ক সম্পাদক তামিম ইউসুফ (১৯), সাথী সদস্য জাকির হোসেন (২১) ও তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা (২০)।
২৭ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে কলাকোপা ইউনিয়নের কাশিমপুর শামসুল ইসলাম খানের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ২৮ জুলাই রোববার বেলা সাড়ে ১০টায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য গণমাধ্যমকে জানান ‘ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আমীনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা জানায়, কোটা আন্দোলন ইস্যু করে রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকার শামসুল ইসলাম খানের বাড়িতে আধাপাকা টিনসেড ঘর ভাড়া নিয়ে নিজেদের অফিস বানিয়ে সেখানে বসে নবাবগঞ্জের বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য গোপন বৈঠক করছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধ্বংসাত্মক সরঞ্জামসহ গ্রেফতার করে।
উদ্ধার করা হয় কাঁচের বোতল দিয়ে তৈরি ৭টি পেট্রোল বোমা, বিভিন্ন সাইজের ৩টি লোহার তৈরি শাবল, বিভিন্ন সাইজের ২৫টি লোহার রড, দুটু পুরাতন ল্যাপটপ, একটি নীল রঙের পুরাতন মোটরসাইকেল, নগদ ২১ হাজার ৫০০ টাকা, বিভিন্ন লেখকের লেখা ইসলামী উগ্রবাদী লেখা ১৪৬টি বই, চাঁদা আদায়ের রশিদ বই, দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ইটের ইটের টুকরোসহ নাশকতা ও অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য বিভিন্ন ধ্বংসাত্মক সরঞ্জাম৷
এদিকে বিকেল ৫টায় থানা পুলিশ জানিয়েছে, মামলা দায়ের করে ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আমীনুল ইসলাম, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল প্রমুখ৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available