• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫২:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫২:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মার্চ ২০২৩ বিকাল ০৫:২৮:১৪

নবীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

জ. ই বুলবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সাথে সাথে নবীনগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনী শেষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নবীনগর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, নবীনগর সরকারি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সকাল সাড়ে আটটায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী/বিভাগ/শিশু সংগঠন/শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এসময় তিনি মুক্তিযোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মাহমুদা জাহান, অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার প্রমূখ।

এরপর বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের উপস্থাপিত স্বাধীনতার বিভিন্ন প্রেক্ষাপটের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আক্তার হোসেন সাঈদ, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সাহন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা আজহাররুল ইসলাম লালু, রজব আলী মোল্লা, ফজলুল করিম, নজরুল ইসলাম নজু, মমিনুল হক, আঃ রাজ্জাক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫