মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়াকুব আলী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মধুপুরের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্লাশ, স্কাউটিং, ল্যাংগুয়েজ ক্লাবসহ সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার জন্য অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available