• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় পরকীয়া প্রেমে বাধা দেয়ায় খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

৩১ জুলাই ২০২৪ সকাল ০৭:৫৫:১৮

কুমিল্লায় পরকীয়া প্রেমে বাধা দেয়ায় খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সদর দক্ষিণে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় ছুরিকাঘাতে ইয়াছিন মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩০ জুলাই মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায়ের সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি মো. শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদণ্ডিত আসামি সেলিম মিয়া (৪৭) হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট নুরুল ইসলাম বলেন, পরকীয়ার প্রেমের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, নিহতের খালাতো ভাইয়ের স্ত্রী মোসা. জেসমিন আক্তার (৩৭) এর সহিত আসামি মো. শাহজাহান মিয়ার পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আসামিরা পরস্পর যোগসাজশে ২০২০ সালের ১৮ মে দিবাগত রাত সোয়া ৯টায় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ইয়াছিন মিয়ার বুকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বড়ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জসিম উদ্দিন ও কুমিল্লা পিবিআই এসআই আব্দুর রজ্জাক সর্দার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৩ দিনপর ২০২০ সালের ২১ মে আসামি মো. শাহজাহান ও ১১ জুন আসামি সেলিম মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি শাহজাহান মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী এড. জালাল উদ্দীন টিপু বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫