• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে সন্ত্রাসী হামলায় এশিয়া টেলিভিশনের সাংবাদিক বুলবুল আহত

৩১ জুলাই ২০২৪ সকাল ০৯:২৭:২৫

সিলেটে সন্ত্রাসী হামলায় এশিয়া টেলিভিশনের সাংবাদিক বুলবুল আহত

সিলেট ব্যুরো: সিলেটে সংবাদ প্রকাশের জের ধরে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সিলেট ব্যুরো প্রধান ও সাপ্তাহিক সিলেটের আওয়াজের সম্পাদক ও প্রকাশক শাহজাহান সেলিম বুলবুলের উপর হামলার করেছে সন্ত্রাসীরা।

৩০ জুলাই মঙ্গলবার বেলা ৩টার দিকে সিলেট নগরীর নবাব রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে নবাবরোড এলাকায় অবস্থিত এলজিইডি অফিস থেকে বের হয়ে শেখঘাটের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে করে আসা ৪ যুবক সাংবাদিক বুলবুলের মোটসাইকেলের গতিরোধ করে। পরে তারা সাংবাদিক বুলবুলকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে বেধড়ক পেঠানো শুরু করে। এ সময় বুলবুলের আর্ত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপ্তাহিক সিলেটের আওয়াজের সাম্প্রতিক সময়ের একাধিক সংখ্যায় এবং অনলাইন ভার্সনে ভারত থেকে সিলেটে চিনি ও মাদকের চোরাচালনে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে বেশ কয়েকটি সংবাদ পরিবেশন করা হয়। এর ফলে চোরাচালানের সাথে জড়িত ছাত্রলীগের একাধিক গ্রুপ তার উপর ক্ষিপ্ত ছিল। যার জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, ‘আমি এলজিইডি অফিস থেকে বের হয়ে শেখঘাট হয়ে তালতলা এলাকায় অফিসে যাচ্ছিলাম। হঠাৎ করেই কিছু বুঝে উঠার আগে দুটি মোটরসাইকেল আমার গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নেমে এসে চার যুবক আমার কলারে ধরে সাইকেল থেকে মাটিতে ফেলে দেয়। এ সময় তাদের সাথে থাকা রুইল, হকিস্টিক ও লাটিসোঁটা দিয়ে মারধর করে। জীবন বাঁচাতে চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি জানান, মোটরসাইকেলে হেলমেট পরে আসা সন্ত্রাসীরা আমার কাছে চিনি ও মাদকের চোরাচালান নিয়ে নিউজ করার বিষয়ে জানতে চায়। তারা ভবিষ্যতে আর নিউজ প্রকাশ করলে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়। আমি বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

বিষয়টি নিয়ে জানতে এসএমপির কোতোয়ালী থানার ওসি মঈন উদ্দিন শিপনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

এদিকে, এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটে কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫