• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৬:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৬:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামগতিতে সালিশি বৈঠকে হামলায় বৃদ্ধের মৃত্যু, আটক ৪

৩১ জুলাই ২০২৪ দুপুর ১২:০৭:৫৫

রামগতিতে সালিশি বৈঠকে হামলায় বৃদ্ধের মৃত্যু, আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সালিশি বৈঠকে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাষ্টার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

৩০ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নেজামুল হক ও নুর উদ্দিন নামের দু’জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে সোহেল ও শিপন নামের আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানায় পুলিশ।

মৃত নুরনবী উপজেলার চরমেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতরা হলেন নিহত নুরনবীর ছেলে মো. রিয়াজ, মো. তামিম, ভাতিজা তারেক, নাঈমুর রহমান মজনু ও আবদুল ওয়ারেছ। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ দিন আগে দুপুরে  নুরনবীর নাতি মঞ্জুর হোসেন তার স্ত্রীকে নিয়ে রিকশাযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহদাত হোসেন তাদের উত্যক্ত করে। এর জের ধরে ওইদিন রাতে শাহাদাতকে মারধর করে মঞ্জুরসহ অন্যরা। এ নিয়ে ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এক সালিশি বৈঠক হয়। এসময় কথাকাটাটির একপর্যায়ে শাহদাত ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে নুরনবী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ৫ জন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে আরও দুইজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮