• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বঙ্গবন্ধু-বাংলাদেশকে যারা মানে না, তাদের নাগরিকত্ব থাকা উচিত না: মনোরঞ্জন শীল গোপাল

২৭ মার্চ ২০২৩ দুপুর ১২:৪৩:৫৪

বঙ্গবন্ধু-বাংলাদেশকে যারা মানে না, তাদের নাগরিকত্ব থাকা উচিত না: মনোরঞ্জন শীল গোপাল

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ এবং কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন হলো পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নি, সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধরা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে, তারা নানান পাঁয়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

আর যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ মানেন না, স্বাধীনতা মানেন না, তাদের নাগরিকত্ব থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি।

২৬ মার্চ রোববার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন তিনি।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার পুলেন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মাননা উপহার প্রদান করেন। এরপর তিনি ২৬ মার্চ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫