• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারফিউতে সৈয়দপুরে অসহায় শ্রমিকের মাঝে খাবার বিতরণ

১ আগস্ট ২০২৪ সকাল ১০:২৫:৫৬

কারফিউতে সৈয়দপুরে অসহায় শ্রমিকের মাঝে খাবার বিতরণ

নীলফামারী প্রতিনিধি: কারফিউতে নীলফামারীর সৈয়দপুরে কয়েকশ অসহায় শ্রমিকের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর মো. তহিদার রহমান তৌহিদ।

৩১ জুলাই বুধবার বিকেলে রেলওয়ে স্টেশন ও কেন্দ্রীয় বাসটার্মিনালসহ কয়েকটি স্থানে তার নিজ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওন ।

এ সম্পর্কে তহিদার রহমান তৌহীদ বলেন, কোমলমতি ছাত্রদের সরলতার সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও কৌশলী নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র ভেস্তে গেছে।

তিনি আরও বলেন, সাধারণ ছাত্ররা প্রকৃত অবস্থা বুঝতে পেরে আন্দোলন থেকে সরে গেছে। তাদের অপচেষ্টার কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষেরা। এ জন্য কারফিউতে সঙ্কটে থাকা শ্রমজীবী মানুষদের মাঝে খাবার বিতরণের এ উদ্যোগ।

সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়ে কারফিউতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের কষ্ট লাঘবে বিত্তবানরা এগিয়ে আসলে সুখী সমাজ গঠনে তাদের আমরা এগিয়ে যাব বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫