মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক মন্ত্রী ও শিল্পপতি প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রদান করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন সকালে গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খান রিতা, মুন্নু মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ড. জুলফিকার রহমান আহম্মেদ আমিন (অব.), উপ পরিচালক ডা. মো. জামিলুর রহমান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. ক. জহিরুল ইসলাম (অব.), মুন্নু নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুন নেছাসহ আরও অনেকে।
শ্রদ্ধা নিবেদন শেষে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, আমার বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত অসহায় ও গরীব মানুষের সেবা করে গেছেন। বাবার স্বপ্ন পূরণে তাঁর ধারাবাহিকতায় আমিও মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করে যাচ্ছি। আমার বাবার ৭ম মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ও বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও পরীক্ষা- নিরিক্ষার ২৫% ছাড় দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available