ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত, তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফকরুল ও রিজভীরা দিনে তিনবার করে সরকারের পতন ঘটায়। ওনারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছেন। ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নষ্ট করেছে। উচ্চ আদালতের রায়ের পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা ছিল না। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিল। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। এ ছাড়া চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান তিনি।
মন্ত্রী দেশি-বিদেশি চক্রান্তের কথা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইলবিরোধী আন্দোলনের সঙ্গে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ, ইসরাইলের হাত অনেক লম্বা।
মতবিনিময়কালে পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available