• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি প্রকাশ

২ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৪:২৯

রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি প্রকাশ

রংপুর ব্যুরো: আবু সাইদসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ও আন্দোলনকারীদের সকল দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ ২ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাঈদ চত্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা শান্তিপূর্ণ সমাবেশ ও পদ যাত্রার ব্যানার নিয়ে একত্রিত হয়। সেখানে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ভাইকে কেন হত্যা করা হয়েছে, কী কারণে ছাত্রদের হত্যা করা হলো। এখন আমাদের কেন নিরাপত্তা নেই? আমরা সকল শিক্ষার্থীর নিরাপত্তা চাই। আমাদের দাবিসমূহ না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।’

এ সময় আবু সাঈদসহ সারাদেশে ছাত্র আন্দোলনে সকল শহীদদের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা। আর যেন শান্তিপূর্ণ কোনো সমাবেশে পুলিশ বা প্রশাসনের লোকজন এসে হস্তক্ষেপ না করে, সরকারি দলের কোনো লোক যেন হামলা না চালায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করারও দাবি জানান আন্দোলনকারীরা।

সংহতি প্রকাশ করে শিক্ষক নেতারা বলেন, ‘আবু সাইদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার সকল ছাত্রদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য সরকারকে সকল ব্যবস্থা করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে। আমরা শিক্ষকরা সময় ছাত্রদের পাশে ছিলাম, এখনো আছি।’

অভিভাবকরা জানান, ‘আমাদের ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে। অনেকে আতঙ্কে দিনানিপাত করছে। আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০