• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪২:৩৩ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪২:৩৩ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় শিক্ষার্থীদের সাথে পুলিশ-বিজিবির সংঘর্ষ

২ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১৯:২৪

খুলনায় শিক্ষার্থীদের সাথে পুলিশ-বিজিবির সংঘর্ষ

খুলনা প্রতিনিধি: খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা শহরের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়সহ নানান স্লোগান দিতে থাকে। এরআগে শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে গল্লামারি হয়ে জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার চেষ্টা করে পুলিশের বাধার মুখে পড়েন।

শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে জিরো পয়েন্টে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা দেওয়া শুরু হয়। এক আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে পুলিশ টি আর সেল মারে, অপরদিক থেকে পুলিশ-বিজিবিকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট পাটকেল মারে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধা দেওয়ায় সৃষ্টি হয় এ ধরনের ঘটনা। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। পুলিশ বিজিবি তাদের কোন যেীক্তিক আন্দোলন ঠেকাতে পারবে না বলেও জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮