• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে বৃষ্টি পুলিশি বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিল

৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৩:০৪

জয়পুরহাটে বৃষ্টি পুলিশি বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিল

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে শহরের বাটার মোড় সড়ক অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে ছাত্র আন্দোলন কার্যক্রমে শহরের বিভিন্ন স্থান থেকে সমবেত হতে থাকে ছাত্ররা।

ছাত্র আন্দোলন কর্মসূচিতে সমবেতকালে সড়ক জয়পুরহাট সরকারি কলেজ অনার্স ৪র্থ বর্ষের ছাত্র নাজমুস সাকি (২৭) নামে এক ছাত্রকে আটক করে এক শিক্ষার্থীকে থানায় নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনে সেই ছাত্রকে উদ্ধারের দাবিতে বিকেলে আন্দোলনকারী ছাত্রদের এক ঘণ্টার আল্টিমেটামের তোপে পড়ে পুলিশ। ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিলে আন্দোলনকারী সড়ক অবরোধ তুলে নেয়।

২ আগস্ট শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জয়পুরহাটে শিক্ষার্থীরা জুমার নামাজ শেষে শহরের রামদেও সরকারি বাজলা স্কুলের সামনে সমবেত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়।

ধীরে ধীরে শিক্ষার্থীরা সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ২টার দিকে সেখান থেকে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করে শহরের নতুন হাট এলাকায় সমবেত হয়। সেখান থেকে গণমিছিল নিয়ে শহরের বাটার মোড়ে এসে মূল সড়কে অবরোধ করে।

এরপর শিক্ষার্থীরা আটক শিক্ষার্থীকে দ্রুত ছেড়ে দেওয়ার আল্টিমেটাম বেঁধে দেয়। পুলিশ আটক নাজমুস সাকিবকে ছেড়ে দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং বাটার মোড় থেকে মিছিল করে পুনরায় নতুন হাটে গিয়ে শেষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। এতে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫