খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে টানা দুইদিনের ভারী বর্ষণে পানিবন্দি কয়েকশ’ পরিবার। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে।
২ আগস্ট শুক্রবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, কলেজ রোড, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।
দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা। ভারী বর্ষণ অব্যাহত থাকায় মাইনী নদীর পানি আরও বৃদ্ধি পেলে দীঘিনালার পুরাতন বাজারে পানি উঠার আশংকা করছেন স্থানীয়রা।
এছাড়া দীঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা শহরের বিভিন্ন স্থানে ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available