• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাবিপ্রবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ আগস্ট ২০২৪ দুপুর ০২:১০:৫০

রাবিপ্রবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি: সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। ৩ আগস্ট শনিবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আসামবস্তি-কাপ্তাই সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় তারা শিক্ষার্থীদের নয় দফা দাবির পাশাপাশি সারাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে ক্যাম্পাসের মূল ফটকে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাবিপ্রবি ম্যানেজম্যান্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল সাত্তার এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দীন।

প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে উলটো আমাদেরকে গুলি করে হত্যা, মামলা হামলা করে ইতিহাসের ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

সহপাঠী শিক্ষার্থীদের যেভাবে খুন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা জানায়, শিক্ষার্থীদের হত্যাকারী খুনিদের বিচার করতে হবে। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫