খুলনা ব্যুরো: খুলনায় গল্লামারী এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে ৩ আগস্ট শনিবার দুপুরে তার মরদেহ কেএমপির পুলিশ লাইনে নেয়া হয়। সেখানে গার্ড অব অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ও তাসলিমা খাতুনসহ পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কেএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, নিহতের পরিবারকে তাৎক্ষণিক এক লাখ টাকা এবং মরদেহ সৎকারে আরও ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে ৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং নগদ দুই লাখ টাকা দেয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সাহায্য করা হবে।
তিনি আরও বলেন, কেএমপি আজীবন এই পরিবারটির পাশে থাকবে।
নিহত পুলিশ সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি নগরীর বয়রা এলাকায় ভাড়া থাকতেন । খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন সুমন কুমার ঘরামী ।
গার্ড অব অনার শেষে তার মরদেহ গ্রামের বাড়ী কচুয়ায় নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available