রংপুর ব্যুরো: ৯ দফা দাবি আদায়ে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে শিক্ষার্থীদের ঢল। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে নেমে এসেছেন শিক্ষক, পেশাজীবী-অভিভাবক ও বিভিন্ন সংগঠনের মানুষ। এদিকে আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশকে বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
৩ আগস্ট শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে রংপুর প্রেস ক্লাব চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন স্কুল, কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-সহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে থাকেন অভিভাবক, পেশাজীবী, আইনজীবী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের মানুষ।
পরে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক,আইনজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীরা। একই স্থানে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ সময় পুলিশের গুলিতে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেফতার হওয়া সব শিক্ষার্থীর মুক্তিসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। আবারও বিকেলে বৃষ্টি উপেক্ষা করে রংপুর টাউন হল শহীদ মিনারে এক দফা দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু করে। এতে অভিভাবক সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অভিভাবক জোবায়দুল ইসলাম জানান, আমাদের ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। অনেকে হত্যার শিকার হয়েছে। অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে। অনেকে আবার আতঙ্কে দিনানিপাত করছে। আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্ররা কখনো কোন অন্যায়কারীকে হিসেব করে না। কখনো কারো কাছে মাথানত করে না। আপনাদেরও হিসেব করার সময় নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available